কানাইঘাট নিউজ ডেস্ক: অতিরিক্ত ডায়েট এবং প্রোটিন সাপ্লিমেন্ট নেওয়ার ফলে মৃত্যু বরণ করলেন অস্ট্রেলিয়ার মহিলা বডিবিল্ডার মেগান হেফোর্ড (২৫)।
গত ১৯ জুন পশ্চিম অস্ট্রেলিয়ায় নিজের বাড়িতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তাকে। মেগানের মা মিচেল হোয়াইট জানিয়েছেন, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান ইউরিয়া সাইকেল ডিসঅর্ডারে ভুগছিলেন মেগান। তার পরের দিনই মৃত্যু হয় তার। মেগানের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
প্যারামেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন মেগান। ২০১৪ সাল থেকে প্রিন্সেস মার্গারেট হাসপাতালে কাজ করতেন তিনি। পাশাপাশি নেশা ছিল বডি বিল্ডিংয়ের।
চিকিৎসকেরা জানিয়েছেন, নিজের জিনগত রোগের কথা জানতেন না মেগান। এই ধরণের রোগে দেহে প্রোটিন বিপাক বন্ধ হয়ে যায়। ফলে রক্তে দূষিত অ্যামোনিয়া জমতে থাকে। পরে রক্তবাহিত অ্যামোনিয়া মস্তিষ্কের কোষকে নষ্ট করে দেয় এবং রোগী কোমায় চলে যায়।
মেগানের মা জানিয়েছেন, বডি বিল্ডিংয়ের জন্য স্পেশাল ডায়েট করেছিলেন তার মেয়ে। অতিরিক্ত সাপ্লিমেন্টও নিতেন তিনি। যার ফলে মাঝে মাঝেই মেগান খুব ক্লান্ত হয়ে পড়তেন। তার মা বলেন, ‘‘আমি বার বার বারণ করতাম এত বেশি ডায়েট না করতে।বলেছিলাম, জিম করা বন্ধ করতে। কিন্তু মেয়ে সে কথা শোনেনি। তাহলে এই পরিণতি হত না।’’
চিকিৎসকরা জানান, বডি বিল্ডিং করার জন্য খুব বেশি মাত্রায় প্রোটিন জাতীয় খাবারের দরকার হয়। মেগানের খাদ্য তালিকায় রোজই থাকত, মাংস এবং ডিমের সাদা অংশ। ইউরিয়া সাইকেল ডিসঅর্ডারের জন্য শরীরে এই প্রোটিনগুলির মাত্রা খুব বেশি বেড়ে যায়। যার ফলেই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন মেগান।
গত ১৯ জুন পশ্চিম অস্ট্রেলিয়ায় নিজের বাড়িতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তাকে। মেগানের মা মিচেল হোয়াইট জানিয়েছেন, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান ইউরিয়া সাইকেল ডিসঅর্ডারে ভুগছিলেন মেগান। তার পরের দিনই মৃত্যু হয় তার। মেগানের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
প্যারামেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন মেগান। ২০১৪ সাল থেকে প্রিন্সেস মার্গারেট হাসপাতালে কাজ করতেন তিনি। পাশাপাশি নেশা ছিল বডি বিল্ডিংয়ের।
চিকিৎসকেরা জানিয়েছেন, নিজের জিনগত রোগের কথা জানতেন না মেগান। এই ধরণের রোগে দেহে প্রোটিন বিপাক বন্ধ হয়ে যায়। ফলে রক্তে দূষিত অ্যামোনিয়া জমতে থাকে। পরে রক্তবাহিত অ্যামোনিয়া মস্তিষ্কের কোষকে নষ্ট করে দেয় এবং রোগী কোমায় চলে যায়।
মেগানের মা জানিয়েছেন, বডি বিল্ডিংয়ের জন্য স্পেশাল ডায়েট করেছিলেন তার মেয়ে। অতিরিক্ত সাপ্লিমেন্টও নিতেন তিনি। যার ফলে মাঝে মাঝেই মেগান খুব ক্লান্ত হয়ে পড়তেন। তার মা বলেন, ‘‘আমি বার বার বারণ করতাম এত বেশি ডায়েট না করতে।বলেছিলাম, জিম করা বন্ধ করতে। কিন্তু মেয়ে সে কথা শোনেনি। তাহলে এই পরিণতি হত না।’’
চিকিৎসকরা জানান, বডি বিল্ডিং করার জন্য খুব বেশি মাত্রায় প্রোটিন জাতীয় খাবারের দরকার হয়। মেগানের খাদ্য তালিকায় রোজই থাকত, মাংস এবং ডিমের সাদা অংশ। ইউরিয়া সাইকেল ডিসঅর্ডারের জন্য শরীরে এই প্রোটিনগুলির মাত্রা খুব বেশি বেড়ে যায়। যার ফলেই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন মেগান।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়