Friday, August 4

টাকার জন্য আমি পিএসজিতে আসিনি: নেইমার

টাকার জন্য আমি পিএসজিতে আসিনি: নেইমার

কানাইঘাট নিউজ ডেস্ক:নেইমার এখন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) একজন ফুটবলার। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে এখন ফ্রান্সে অবস্থান করছেন তিনি। নতুন ঠিকানা পিএসজিতে পৌঁছে শুক্রবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা।

২২২ মিলিয়ন ইউরোতে ট্রান্সফার ফি’র অতীতের সব রেকর্ড ভেঙে পিএসজিতে গেছেন নেইমার। ফরাসি চ্যাম্পিয়ন ক্লাবটিতে নেইমারের বেতন বার্সার চেয়ে প্রায় দ্বিগুণ। পার্ক দেস প্রিন্সেসের ক্লাবটিতে বছরে ৪৫ মিলিয়ন ইউরো পাবেন তিনি। নতুন ক্লাবে নেইমারের বেতন পড়বে সপ্তাহে ৫ লাখ ২০ হাজার পাউন্ড। চুক্তির অংশ হিসেবে পিএসজির মালিকানাধীন হোটেলগুলোর লভ্যাংশের একটা অংশও পাবেন নেইমার।

অনেকেই মনে করছেন, মোটা অঙ্কের টাকার জন্যই নাকি বার্সেলোনা ছেড়েছেন নেইমার। বার্সেলোনা ভক্তদের অনেকেই তাকে ‘বিশ্বাসঘাতক’, ‘ভাড়াটে ফুটবলার’ বলেও সমালাচনা করছেন। আবার অনেকেই মনে করছেন, কাড়িকাড়ি অর্থের লোভেই নাকি বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। তবে নেইমার বলেছেন, তিনি টাকার জন্য পিএসজিতে যোগ দেননি।

শুক্রবার পার্ক দেস প্রিন্সেসে সংবাদ সম্মেলনে নেইমার বলেন, ‘আমি এসব লোকদের বলতে চাই তারা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানে না। অর্থ আমাকে কখনো অনুপ্রাণিত করেনি। অর্থের পেছনে ছুটলে আমি অন্য দেশের অন্য কোনো ক্লাবেও যেতে পারতাম।

তিনি বলেন, আমার সত্যিই দুঃখ হয় যে, কিছু মানুষ এখনো এভাবেই ভাবছে। তবে আমি আনন্দিত যে, পিএসজি আমার ওপর বিশ্বাস রেখেছে।’

শনিবার পিএসজির লিগ ম্যাচের শুরুতেই মাঠে দেখা যেতে পারে নেইমারকে। 

সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়