Tuesday, August 15

কানাইঘাট আইডিয়াল স্কুলের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত


নিজস্ব প্রতিবিেদক: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কানাইঘাট আইডিয়াল স্কুলের উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ দোয়া মাহফিল মঙ্গলবার সকাল ১০টায় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। পাশাপাশি ঐ দিন স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে দুই দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও স্পোকেন ইংলিশ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক ইসমাইল আলীর পরিচালনায় শোক দিবসের আলোচনা সভা ও শিক্ষক প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনাইমুড়ি রেসিডেসিয়াল মডেল স্কুল, নোয়াখালীর ভাষা শিক্ষক মোঃ ফেরদৌস। বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির পরিচালক আফজাল হোসেন, জাফর আহমদ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম ফজলুল হক, সহকারী শিক্ষক মঈনসুল ইসলাম, মাসুক উদ্দিন, সালমান উদ্দিন, নাবিলা ইসলাম, শাহিদা বেগম, মার্জিয়া বেগম, জাকিয়া বেগম প্রমুখ। শোক দিবসের আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হত্যাকান্ডের মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া হয়েছিল। তাঁর মতো নেতা এদেশে বেঁচে থাকলে দেশ আজ বিশ^ দরবারে নেতৃত্ব দিতে সক্ষম হত। বঙ্গবন্ধুকে দলমতের উর্ধ্বে রেখে তাঁর কাংখিত সোনার বাংলা গড়তে ছাত্র-শিক্ষক সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই সাথে বিশ্ব পরিমন্ডলেও নেতৃত্ব দিতে হিলে আজকের ছাত্র-শিক্ষকদের ইংলিশ বিষয়ে পারদর্শী এবং নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়