Tuesday, August 15

বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সদস্য বরখাস্ত


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট রাজাগঞ্জ ইউনিয়নের "বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: আবু তাহের কে বিদ্যালয়ের ইতিহাস বিকৃতির কারণে কমিটি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা যায় মো: আবু তাহের সম্প্রতি প্রকাশিত "রাজকুঁড়ি" নামক একটি ম্যাগাজিনে "বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস" নামে একটি প্রবন্ধ লিখেন। প্রবন্ধটি এলাকাবাসী, ম্যানেজিং কমিটি এবং প্রতিষ্ঠাতাদের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। প্রকৃত ইতিহাস আড়াল করে তিনি তার মনগড়া ইতিহাস লিখেছেন বলে এলাকাবাসীর অভিযোগ। প্রতিষ্ঠাতাদের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী আহমদ ইকবাল চৌধুরী, সিলেট পাইলট হাইস্কুলের শিক্ষক শওকত হোসেন চৌধুরী ও বিশিষ্ট আইনজীবি এডভোকেট নজরুল ইসলামের দৃষ্টি আকর্ষন করা হলে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন ,কাউকে না জানিয়ে তাদের নাম ব্যবহার করে প্রকৃত ইতিহাস ও এলাকাবসীর অবদানকে অস্বীকার করা একটি গৃণীত কাজ, যা কখনও কাম্য ছিল না। এজন্য সর্বসম্মতিক্রমে তাকে কমিটি থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং আত্মপক্ষ সমর্থনের জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের পক্ষপাতমূলক, একপেশে,মিথ্যার সমন্বয়ে লিখনী একদিকে যেমন এলকাবাসীর অবদানকে অস্বীকার করে হেয় প্রতিপন্ন করা হয়েছে, অন্যদিকে মহা জালিয়াতির আশ্রয় নিয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার হীন প্রচেষ্টা চালানো হয়েছে, যা অত্যন্ত ন্যকাক্কার জনক কাজ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়