Tuesday, August 15

মালির জাতিসংঘের ঘাঁটিতে জোড়া হামলা, নিহত ৯

মালির জাতিসংঘের ঘাঁটিতে জোড়া হামলা, নিহত ৯

কানাইঘাট নিউজ ডেস্ক: মালির জাতিসংঘের দু'টি ঘাঁটিতে সোমবার বন্দুকধারীদের সর্বশেষ হামলায় নয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন শান্তিরক্ষী বাহিনীর সদস্য, একজন মালির সেনা, ছয়জন দেশটির নিরাপত্তাকর্মী ও একজন ঠিকাদার রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ।

এ ব্যাপারে মালির জাতিসংঘ মিশন থেকে ওই বিবৃতিতে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলীয় মোপতির দৌয়েন্তজায় ভোরে এক হামলায় শান্তিরক্ষী বাহিনীর ওই সদস্য ও মালির একজন সেনা নিহত হয়েছে।

জাতিসংঘ পৃথক বিবৃতিতে জানায়, কয়েক ঘণ্টা পর বন্দুক ও গ্রেনেড নিয়ে ছয় ব্যক্তি মালির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তিম্বুকতুর জাতিসংঘ মিশন শিবিরের প্রবেশ পথে হামলা চালিয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, বন্দুকধারীরা জাতিসংঘের নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে পাঁচ নিরাপত্তা রক্ষী, এক পুলিশ ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হন। ঠিকাদারের পরিচয় জানা যায়নি।

জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে, এই ঘটনায় ছয় রক্ষী নিহত হয়েছে। তবে জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, পাঁচ রক্ষী নিহত ও অপর একজন আহত হয়েছে।

এছাড়া তিম্বুকতুতে ছয়জন ও দৌয়েন্তজায় দুই সন্দেহভাজন জিহাদিও নিহত হয়েছে বলে জানা গেছে।
সূত্র: এএফপি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়