বিনোদন ডেস্ক: বলিউড
তারকা অক্ষয় কুমারের নতুন ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’ বেশ ব্যবসা করছে।
অন্যদিকে বলিউড কিং খান শাহরুখের নতুন ছবি ‘জাব হ্যারি মেট সজল’ আরও এক
সপ্তাহ আগে মুক্তি পেয়েছে। কিন্তু দশ দিনেও এটি অক্ষয়ের ছবির সমান তুলতে
পারেনি। তাদের আয় ৬২ কোটি।
মূলত তৃতীয় দিনেই অক্ষয় তার নতুন ছবি দিয়ে শাহরুখের ছবির আয়কে টপকে যান। তৃতীয় দিনে ‘টয়লেট: এক প্রেম কথা’র আয় ৫১.৪৫ কোটি রুপি। অন্যদিকে ইমতিয়াজ আলি পরিচালিত শাহরুখ-আনুশকা শর্মা অভিনীত ‘জাব হ্যারি মেট সজল’ ছবিটির ছিল ৪৭ কোটির আয়।
দেশটির জনপ্রিয় সিনেমা বিশ্লেষক তরুণ আদর্শ বলেন, ‘প্রথম তিন দিনেই ৫০ কোটি রুপি আয় করেছে ছবিটি। আর চতুর্থ দিনে এর আয় ৬৩ কোটির রুপি।’
‘টয়লেট: এক প্রেম কথা’র মাধ্যমে অনেকদিন পর ব্যবসা ক্ষরা কাটালো বক্সঅফিস। বহু যুগ ধরে প্রচলিত একটি সামাজিক অভ্যাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই ছবির মূল বিষয়। খোলা আকাশে নিচে মলত্যাগ, পঞ্চায়েত থেকে স্যানিটেশন বিভাগ, সরকারের ভূমিকা থেকে গ্রামবাসীদের কুসংস্কার ও প্রথম প্রেম থেকে পরিপক্ক রোম্যান্স নিয়েই অক্ষয়ের ‘টয়লেট এক প্রেম কথা’।
মূলত তৃতীয় দিনেই অক্ষয় তার নতুন ছবি দিয়ে শাহরুখের ছবির আয়কে টপকে যান। তৃতীয় দিনে ‘টয়লেট: এক প্রেম কথা’র আয় ৫১.৪৫ কোটি রুপি। অন্যদিকে ইমতিয়াজ আলি পরিচালিত শাহরুখ-আনুশকা শর্মা অভিনীত ‘জাব হ্যারি মেট সজল’ ছবিটির ছিল ৪৭ কোটির আয়।
দেশটির জনপ্রিয় সিনেমা বিশ্লেষক তরুণ আদর্শ বলেন, ‘প্রথম তিন দিনেই ৫০ কোটি রুপি আয় করেছে ছবিটি। আর চতুর্থ দিনে এর আয় ৬৩ কোটির রুপি।’
‘টয়লেট: এক প্রেম কথা’র মাধ্যমে অনেকদিন পর ব্যবসা ক্ষরা কাটালো বক্সঅফিস। বহু যুগ ধরে প্রচলিত একটি সামাজিক অভ্যাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই ছবির মূল বিষয়। খোলা আকাশে নিচে মলত্যাগ, পঞ্চায়েত থেকে স্যানিটেশন বিভাগ, সরকারের ভূমিকা থেকে গ্রামবাসীদের কুসংস্কার ও প্রথম প্রেম থেকে পরিপক্ক রোম্যান্স নিয়েই অক্ষয়ের ‘টয়লেট এক প্রেম কথা’।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়