নিজস্ব প্রতিবেদক:
সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গন কবলিত কানাইঘাট রাজাগঞ্জ ইউপির তালবাড়ী বাজার সহ আশপাশ এলাকা থেকে অবৈধভাবে একাধিক শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। একদিকে ড্রেজারের বিকট শব্দ, অন্যদিকে ভয়াবহ ভাঙ্গন কবলিত তালবাড়ী বাজার সহ আশপাশ এলাকা থেকে অবৈধভাবে প্রভাবশালী চক্র কর্তৃক ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে নদী ভাঙ্গনের মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়েছেন এলাকাবাসী। স্থানীয় জনসাধারণ, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট একাধিক সরকারী দফতরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও নদী ভাঙ্গনের কবল থেকে তালবাড়ী বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সুরমা ডাইক, সুরমার তীরবর্তী অবস্থিত জনসাধারনের বাড়ীঘর রক্ষার জন্য অবৈধভাবে বালু উত্তোলনকারী স্থানীয় তালবাড়ী গ্রামের জাবের আশরাফ চৌধুরী গংদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে আসলেও স্থানীয় প্রশাসন জাবের আশরাফ চৌধুরী গংদের বিরুদ্ধে কোন ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় প্রতিদিন জাবের আশরাফ চৌধুরী একাধিক ড্রেজার মেশিনের সাহায্যে হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করে আসছে। নদীর তীরবর্তী এলাকার লোকজন জানিয়েছেন, সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমন আচার্য সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তালবাড়ী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের যন্ত্রপাতি জব্দ সহ জাবের আশরাফ চৌধুরীর এক সহযোগীকে আটক করে ৫০,০০০/- টাকা জরিমানা করেন। তালবাড়ী নদী ভাঙ্গন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন তিনি। কিন্তু তারপরও জাবের আশরাফ চৌধুরী গং ইজারা বর্হিভূত ভয়াবহ ভাঙ্গন কবলিত সুরমা নদীর তালবাড়ী সহ আশপাশ এলাকা থেকে প্রায় অর্ধশতাধিক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত রাখলে রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রফিক আহমদ ঘটনাস্থলে যাবার আগেই অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজারগুলো মালিকপক্ষ সুরমা নদীর ধারে বেঁধে রেখে মালিকপক্ষ সরে যায়। রফিক আহমদ সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে স্টীলের একটি ভলগেট জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দিয়ে দেন। এব্যাপারে সার্ভেয়ার রফিক আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজাগঞ্জ সুরমা নদীর বালু মহালটি জাবের আশরাফ চৌধুরী লীজ আনলেও তিনি সেখান থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের পাশাপাশি লীজ বর্হিভূত তালবাড়ী এলাকা থেকে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করায় সেখানে অভিযান চালিয়ে একটি স্টীলের ভলগেট নৌকা জব্দ করা হয়েছে। তিনি স্বীকার করে বলেন, লীজ বর্হিভূত এলাকা নদী ভাঙ্গন কবলিত। এখান থেকে বালু উত্তোলন বন্ধে আমরা আন্তরিক রয়েছি। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ যখনই প্রশাসন তালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে, সেই অভিযানের খবর পেয়ে ড্রেজার মেশিনের মালিকপক্ষ ও অবৈধভাবে বালু উত্তোলনকারী জাবের আশরাফ চৌধুরী গংরা জেনে যায়। যার ফলে কোটি কোটি টাকার বালু এ চক্রটি নদীপথে সিলেট সহ বিভিন্ন স্থানে ইঞ্জিন চালিত ভলগেট নৌকার সাহায্যে বিক্রি করে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাকি দিচ্ছে। কিন্তু তারপরেও প্রশাসন এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেনা আমরা জানিনা।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়