Tuesday, July 11

ঢাকা-কোলকাতা রুটে গ্রীনলাইনের সৌহার্দ্য বাস চালু

ঢাকা-কোলকাতা রুটে গ্রীনলাইনের সৌহার্দ্য বাস চালু
কানাইঘাট নিউজ ডেস্ক: গ্রীনলাইন পরিবহনের ঢাকা-কোলকাতা দু’টি সৌহার্দ্য যাত্রীবাহী বাসের সরাসরি চলাচলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার বেলা ১২ টার সময় ভারতীয় গ্রীনলাইন পরিবহনের দুটি বাস হরিদাসপুর চেকপোষ্ট দিয়ে বেনাপোল চেকপোষ্টে প্রবেশ করে। ভারতীয় শ্যামলী-সৌহার্দ্য পরিবহনের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন চুক্তি হয়েছে গ্রীনলাইন পরিবহনের সাথে।

ভারতীয় গ্রীনলাইন পরিবহনের ম্যানেজিং ডাইরেক্টর সঞ্জয় দত্ত ও তার সহোযোগী পার্টনার আলী হোসেন বাস দুটিতে ২২ জনের একটি প্রতিনিধি দল নিয়ে কোলকাতা থেকে শোভাযাত্রা শুরু করে। বেনাপোল চেকপোষ্টে গাড়ি দু‘টি বেলা ১২টার সময় প্রবেশ করলে বাংলাদেশ গ্রীনলাইন পরিবহনের ম্যানেজিং ডাইরেক্টর আলাউদ্দিন, বেনাপোল বাজার গ্রীনলাইন পরিবহনের ব্যবস্থাপক রবীন্দ্রনাথ ও চেকপোষ্ট কাউন্টারের ম্যানেজার জসিম উদ্দিনের নেতৃত্বে গাড়ি দু'টিতে ফুল ছিটিয়ে বরণ করে নেয়।

নতুন এ সৌহার্দ্য বাস দু’টিতে কোলকাতা থেকে ঢাকার ভাড়া ধার্য করা হয়েছে ভারতীয় এক হাজার চারশত (১৪০০) টাকা এবং ঢাকা থেকে কোলকাতার ভাড়া ধার্য করা হয়েছে বাংলাদেশী এক হাজার সাতশত (১৭০০) টাকা।

বাংলাদেশের গাড়ির ম্যানেজিং ডাইরেক্টর হাজী আলাউদ্দিন জানান, ভারতের করুণাময় সল্টলেক থেকে গাড়ি দু‘টি সোম, বুধ ও শুক্রবার সপ্তাহে তিনদিন ছেড়ে আসবে। বাংলাদেশের ঢাকা কমলাপুর থেকে শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ছেড়ে যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়