বিনোদন ডেস্ক: সালমান
খান অভিনীত ছবি ‘টিউবলাইট’-এর পাকিস্তানে পাড়ি দেওয়ার কথা থাকলেও
শেষপর্যন্ত তা হয়নি৷ তবে অসাধ্য সাধন করেছে শ্রীদেবীর ‘মম’ ছবিটি৷
পাকিস্থানের প্রধান শহরগুলির ১০৫টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবিটি৷
এই ছবিতে শ্রীদেবীর বিপরীতে ছিলেন দু’জন পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রী। আদনান সিদ্দিকি ছিলেন তার স্বামীর ভুমিকায়, এছাড়াও সজল আলিকে দেখা গিয়েছে শ্রীদেবীর মেয়ের চরিত্রে অভিনয় করতে। এছাড়াও শ্রীদেবীর ইমেজও তাকে সাহায্য করেছে নিজ দেশের সীমান্ত পেরিয়ে পাকিস্থানের এতোগুলো স্ক্রিনে জায়গা করে নিতে।
পাকিস্তানি চলচ্চিত্র শিল্প সূত্রের দাবি, তাদের কাছে খুবই ভালো লাগার জায়গা এটা যে বনি কাপুরের এই ছবিতে পাকিস্থানের দুজন রয়েছেন। এর আগে ফাওয়াদ খানকেও দেখা গিয়েছিল করণ জোহরের একটি প্রোজেক্টে।
আকর্ষণীয়ভাবে পাকিস্তানে ‘মম’ ছবির পোস্টারে শ্রীদেবীর পাশাপাশি পাকিস্থানের দুই অভিনেতাকে বেশি করে হাইলাইট করা হয়েছে। সবমিলিয়ে পাকিস্থানে ‘মম’ ছবির বক্স-অফিস সাফল্যে আশাবাদী পরিচালক।
এই ছবিতে শ্রীদেবীর বিপরীতে ছিলেন দু’জন পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রী। আদনান সিদ্দিকি ছিলেন তার স্বামীর ভুমিকায়, এছাড়াও সজল আলিকে দেখা গিয়েছে শ্রীদেবীর মেয়ের চরিত্রে অভিনয় করতে। এছাড়াও শ্রীদেবীর ইমেজও তাকে সাহায্য করেছে নিজ দেশের সীমান্ত পেরিয়ে পাকিস্থানের এতোগুলো স্ক্রিনে জায়গা করে নিতে।
পাকিস্তানি চলচ্চিত্র শিল্প সূত্রের দাবি, তাদের কাছে খুবই ভালো লাগার জায়গা এটা যে বনি কাপুরের এই ছবিতে পাকিস্থানের দুজন রয়েছেন। এর আগে ফাওয়াদ খানকেও দেখা গিয়েছিল করণ জোহরের একটি প্রোজেক্টে।
আকর্ষণীয়ভাবে পাকিস্তানে ‘মম’ ছবির পোস্টারে শ্রীদেবীর পাশাপাশি পাকিস্থানের দুই অভিনেতাকে বেশি করে হাইলাইট করা হয়েছে। সবমিলিয়ে পাকিস্থানে ‘মম’ ছবির বক্স-অফিস সাফল্যে আশাবাদী পরিচালক।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়