Saturday, July 8

বৃহত্তর ঐক্যের ডাক ও সামাজিক সংগঠনের আত্ম প্রকাশের সিন্ধান্ত ! বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কানাইঘাটের সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার বাসিন্দা বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক, ইলেক্টনিক্স ও অনলাইন নিউজ পোর্টালের কর্মরত সাংবাদিকদের আত্মসামাজিক উন্নয়ন ও বৃহত্তর ঐক্যের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে একটি সামাজিক ও সেবামূলক আত্ম প্রকাশের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৩টায় কানাইঘাটে কর্মরত সাংবাদিক নিজাম উদ্দিন, আলা উদ্দিন আলাই, আমিনুল ইসলাম ও শাহীন আহমদের আহ্বানে সাপ্তাহিক কানাইঘাটের ডাক পত্রিকার কানাইঘাট উপজেলাস্থ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নানের সভাপতিত্বে ও কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক যুগান্তর ও উত্তর পুর্ব পত্রিকার কানাইঘাট প্রতিনিধি নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কানাইঘাট উপজেলার বাসিন্দা সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার সম্পাদক জে.এ কাজল খাঁন, সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক কানাইঘাট প্রেসক্লাবের সিনিয়র সদস্য শাহাজাহান সেলিম বুলবুল, দি এশিয়ান এইজ পত্রিকার সিলেটের ব্যুরোচীফ আব্দুল হালিম সাগর, দৈনিক ভোরের পাতার সিলেটের ব্যুরোচীফ জয়নাল আবেদীন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক ও শ্যামল সিলেটের কানাইঘাট প্রতিনিধি এখলাছুর রহমান, কানাইঘাট ডাক ডট কমের সম্পাদক ও দৈনিক সিলেটের হালচাল পত্রিকার কানাইঘাট প্রতিনিধি জামাল উদ্দিন, কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক ও বিজয়ের কন্ঠের কানাইঘাট প্রতিনিধি কানাইঘাট প্রেসক্লাবের সদস্য মাহবুবুর রশিদ, সাপ্তাহিক অপূর্ব সিলেট ও নিউজ চেম্বারের সম্পাদক তাওহীদুল ইসলাম, সাপ্তাহিক প্রজন্মের ডাকের সম্পাদক অলিউর রহমান নাসিম, কানাইঘাট প্রেসক্লাবের সদস্য দৈনিক ভোরের কাগজ ও সিলেট বাণীর কানাইঘাট প্রতিনিধি আব্দুন নুর, সাপ্তাহিক কানাইঘাটের ডাকের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রব, দৈনিক মানব জমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি বাবুল আহমদ, দৈনিক সমকাল পত্রিকার কানাইঘাট প্রতিনিধি ও শ্যামল সিলেটের স্টাফ রির্পোটার কাওছার আহমদ, দৈনিক সংগ্রাম পত্রিকার কানাইঘাট প্রতিনিধি কানাইঘাট প্রেসক্লাবের সমাজ সেবা বিষয়ক সম্পাদক মিসবাহউল ইসলাম চৌধুরী, দৈনিক সবুজ সিলেট পত্রিকার কানাইঘাট প্রতিনিধি ও কানাইঘাট ডাক ডট কমের প্রকাশক আমিনুল ইসলাম, দৈনিক জালালাবাদ পত্রিকার কানাইঘাট প্রতিনিধি ও কানাইঘাট ডাক ডট কমের বার্তা সম্পাদক শাহীন আহমদ, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার কানাইঘাট প্রতিনিধি আলা উদ্দিন আলাই, দৈনিক ভোরের ডাক পত্রিকার কানাইঘাট প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক সিলেট সুরমার কানাইঘাট প্রতিনিধি মাহফুজ সিদ্দিকী, কানাইঘাট ভিউ২৪ ডট কমের সম্পাদক আহমেদুল কবির মান্না, দৈনিক দিনরাত পত্রিকার বিশেষ প্রতিনিধি আল বাহার, বাংলাদেশ টুডে কানাইঘাট প্রতিনিধি মোশারফ বীন হোসাইন, দৈনিক যুগভেরী পত্রিকার কানাইঘাট প্রতিনিধি সুজন চন্দ অনুপ, বিডি নিউজ ডট কমের কানাইঘাট প্রতিনিধি রোটারিয়ান ইকবাল হোসেন, ডেইলী নিউনেশন পত্রিকার শাহাজালাল বিশ্ব বিদ্যালয় প্রতিনিধি মহি উদ্দিন জাবের, আলোকিত সিলেটের স্টাফ রির্পোটার জুনায়েদুর রহমান, সিলেটের সকাল ডট কমের কানাইঘাট প্রতিনিধি আবুল হাসনাত, ওপেন নিউজ ২৪ডট কমের কানাইঘাট প্রতিনিধি হাফিজ আহমদ সুজন, দৈনিক জালালাবাদ পত্রিকার এমসি কলেজ প্রতিনিধি শাহাজাহান শাহেদ, হাইফাই নিউজ২৪ ডট কমের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ। মতবিনিময় সভার সভাপতি সিলেটের সিনিয়র সাংবাদিক এম.এ হান্নান ও সিলেটে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কানাইঘাটের বাসিন্দা বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বৃহত্তর ঐক্য গঠন এবং তাদের আত্মসামাজিক উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যারা এ মতবিনিময় সভার আয়োজন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কানাইঘাটের ইতিহাসে বিভিন্ন স্তরের সাংবাদিক ও সংবাদকর্মীদের নিয়ে এই প্রথম মতবিনিময় সভার আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের বৃহত্তর ঐক্য আরো সুদৃঢ় হবে। এসময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ কানাইঘাটের সাংবাদিকদের আত্ম সামাজিক উন্নয়ন ও তাদের কল্যাণে একটি সমাজিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব করেন। সভায় সর্বসম্মতিক্রমে কানাইঘাট সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, কানাইঘাট সাংবাদিক কল্যাণ ফোরাম, কানাইঘাট সাংবাদিক কল্যাণ সমিতি নামে ৩টি নাম প্রস্তাব করা হয়। পরবর্তী সভায় ৩টি নামের মধ্যে ১টি নাম গৃহীত করা হবে। এ ছাড়াও সভায় ৩ সদস্য বিশিষ্ঠ একটি উপদেষ্টা কমিটি, একটি সংবিধান প্রণয়ন কমিটি ও ২০ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এ তিনটি কমিটিকে আগমী ২মাসের মধ্যে প্রস্তাবিত সংগঠনের সকল কাজ সম্পন্ন করে সাধারণ সভার আয়োজন করবেন বলে সিদ্ধান্ত ক্রমে দায়িত্ব দেওয়া হয়। মতবিনিময় সভায় সাংবাদিকরা আরো বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারী সহ আশপাশ এলাকায় পাথর খেকো চক্র এলাকার পরিবেশ ধ্বংস করে পাহাড় ও টিলা কেটে পাথর উত্তোলন করে এলাকাকে মরুভূমিতে পরিণত করছে। প্রশাসন এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। অনিয়ম ও দুর্নীতি টাকার খেলা সেখানে চলছে। এর বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হতে হবে। সীমান্তবর্তী এলাকার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা সহ সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এবং কানাইঘাটের সমস্যা, সম্ভাবনা সহ দেশ ও জাতির কল্যাণে যে কোন সংবাদ গণমাধ্যমে নির্ভয়ে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়। সেই সাথে প্রস্তাবিত সাংবাদিকদের এ সংগঠনে কানাইঘাটের বাসিন্দা যারা বিভিন্ন গণমাধ্যমে কাজ করছে তাদেরকে সম্পৃক্ত করার সিন্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়