Wednesday, July 5

শাকিবকে-শয়তান-বলা-উচিৎ-হয়নি-নিপুনের:-ওমর-সানি

শাকিবকে শয়তান বলা উচিৎ হয়নি নিপুনের: ওমর সানি
কানাইঘাট নিউজ ডেস্ক: শাকিব খানকে প্রকাশ্যে শয়তান বলেছেন অভিনেত্রী নিপুন, এই কথাটা বলা ঠিক হয়নি। নিপুন নিজেই বড়দের সম্মানের বিষয়টি সামনে আনতে চেয়েছে কিন্তু সে শাকিবের কতটুকু সম্মান করলো, শাকিব তো তার সিনিয়র- এভাবে অভিমত ব্যক্ত করেছেন চিত্রনায়ক ওমর সানি।

ওমর সানি মঙ্গলবার দুপুরে এক সাক্ষাৎকারে বলেন, শাকিব খান ও নিপুন দুজনই আমার অনেক ছোট। তাদের আমি স্নেহ করি। কিন্তু তারা যদি এভাবে একের পেছনে অন্যজন লেগে যায় তাহলে তা দুঃখজনক।

ওমর সানি বলেন, আমি শুনেছি শাকিব একটি টেলিভিশন চ্যানেলে নাকি শিক্ষিত অভিনেত্রীর প্রসঙ্গ টেনে আনতে গিয়ে বুবলীর কথা বলেছেন। শাকিব যদি এমন কোনো কথা বলে যে ইন্ডাস্ট্রিতে তেমন শিক্ষিত মেয়ে নেই তাহলে শাকিব ভুল বলেছে। ইন্ডাস্ট্রিতে প্রচুর শিক্ষিত মেয়ে রয়েছে। শাকিব খানের প্রথম নায়িকা এরিন জামানের শিক্ষাগত সম্পর্কে জানতে গেলেই অনেকের দাঁত ভেঙে যাবে।

ওমর সানি আরো বলেন, সবসময় যে শিক্ষাগত যোগ্যতাই মূল বিষয় হবে তা না নয়, বলিউডের মেগাস্টারদের শিক্ষাগত যোগ্যতা আহামরি কিছু নয়। ভারতের মেহবুব স্টুডিওর বিখ্যাত মেহবুব সাহেবের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্ত তেমন নেই, তাই বলে তাকে মানুষ চেনে না। গড গিভেন কিছু বিষয় থাকে। তাই বলে একাডেমিক শিক্ষাগত যোগ্যতা যে বাদ দিয়ে দিতে হবে তা নয়।

প্রসঙ্গত, গত রোববার শাকিব খান বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরে এক সাক্ষাৎকারে বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে নানা কথা বলেন। এরই প্রেক্ষিতে শাকিবের কিছু কথার বিরোধীতা করে চিত্রনায়িকা নিপুন শাকিবের উদ্দেশ্যে নানা প্রশ্ন ছোঁড়েন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়