Wednesday, July 5

৭৪৫ টাকায় বিমান ভ্রমণ!

৭৪৫ টাকায় বিমান ভ্রমণ!

কানাইঘাট  নিউজ ডেস্ক: বিমান ভ্রমণ করতে চান? কিন্তু বাজেট খুব বেশি নয়? তাই মন খারাপ? তাহলে আপনার সামনে রয়েছে এক দারুণ সুযোগ। ইন্ডিগো দিচ্ছে দারুণ এক সুযোগ। খুব কম খরচে আপনি বিমান ভ্রমণ করতে পারবেন।

মঙ্গলবার অল টাইম লো ফেয়ার স্কীমের ঘোষণা করে ইন্ডিগো। এই স্কীমে মাত্র ৭৪৫ টাকা থেকে বিমানের টিকিট ভাড়া শুরু। ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই স্কীমে রিজার্ভেশন নন-রিফান্ডেবল।

ইন্ডিগোর এই অফারে যাত্রীরা আগরতলা, আমেদাবাদ, অমৃতসর, বাগডোগরা, বেঙ্গালুরু, চন্ডীগড়, চেন্নাই, কোয়েম্বাটুর, দেরাদুন, দিল্লি, গোয়া, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কোচি, কলকাতা, মাদুরাই, ম্যাঙ্গালোর, মুম্বাই, পাটনা, পোর্টব্লেয়ার, পুনে, শ্রীনগর, তীরুবনন্তপুরম, বারানসী এবং বিশাখাপত্তনমে যাত্রা করতে পারবেন। ৪ জুলাই ২০১৭ এর মধ্যে বুকিং করতে হবে। ১৪ জুলাই ২০১৭ এবং ২৪ মার্চ ২০১৮-তে যাত্রা করার জন্য।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়