Thursday, July 6

এসেক্সে খেলতে যাচ্ছেন তামিম

এসেক্সে খেলতে যাচ্ছেন তামিম

কানাইঘাট নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছিল এসেক্স ক্লাব। তারপর ৯ ম্যাচের জন্য তাকে দলেও ভেড়ায় ক্লাবটি। তামিম বিসিবির অনুমতি নিয়ে শুক্রবার তাদের হয়ে ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন।

আরেকবার ইংল্যান্ড যাত্রার আগে বুধবার মিরপুরের ইনডোরে অনুশীলন করতে দেখা গেছে তাকে। তামিম জানিয়েছেন, অস্ট্রেলিয়া সিরিজের আগেই ফিরে আসবেন। আগস্টের প্রথম সপ্তাহে ফেরার কথা তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু ২২ আগস্ট।

শুক্রবার থেকেই শুরু হচ্ছে টি-টুয়েন্টি ব্লাস্ট। শেষ হবে ২ সেপ্টেম্বর।

চ্যাম্পিয়ন্স ট্রফির চার ম্যাচে ৭৩.২৫ গড়ে তামিম করেছিলেন ২৯৩ রান। ওই কন্ডিশনে কীভাবে খেলতে হয়, তা তার ভালো জানা।

বৃহস্পতিবার প্রথম ম্যাচে এসেক্সের প্রতিপক্ষ সারে। এ ম্যাচে তামিমের খেলার সম্ভাবনা নেই। ৯ জুলাই বেকেনহামে কেন্টের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দেখা যেতে পারে তাকে।
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়