Wednesday, July 5

ফিলিপাইনে ২ জিম্মিকে হত্যা করেছে জঙ্গিরা

ফিলিপাইনে ২ জিম্মিকে হত্যা করেছে জঙ্গিরা

কানাইঘাট নিউজ ডেস্ক: আবু সায়াফ জঙ্গিরা ভিয়েতনামের দুই নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিপাইনের সামরিক বাহিনী। গত বছর তারা এদের জিম্মি করেছিল।

আজ বুধবার তারা একথা জানিয়েছে।

সামরিক বাহিনীর ওয়েস্টার্ন মিন্দানাও কামান্ডের মুখপাত্র জো-অ্যান পেতিংলে বলেন, সুমিসিপ গ্রামের বাসিন্দারা স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে লাশ দু’টি দেখতে পায় এবং উদ্ধার করে।

নিহতদের নাম হোয়াং থোং ও হোয়াং ভা হাই। তারা এমভি রয়েল ১৬ ভিয়েতনামিজ মালবাহী জাহাজের ক্রু। গত বছরের নভেম্বর মাসে এই জাহাজের ছয় ক্রুকে বাসিলানের সিবাগো দ্বীপের অদূরে সাগর থেকে অপহরণ করা হয়।

পেতিংলে বলেন, ফিলিপাইনের সামরিক বাহিনীর সদস্যরা বিষয়টি নিয়ে ভিয়েতনাম দূতাবাসের সাথে কাজ করছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়