Sunday, July 9

'৫৭ ধারায় সাংবাদিকদের হয়রানি করা হবে না'

'৫৭ ধারায় সাংবাদিকদের হয়রানি করা হবে না'

কানাইঘাট নিউজ ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনের আলোচিত ৫৭ ধারায় মামলা হলে হয়রানি হবে না। আজ সচিবালয়ে নতুন ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’ এর খসড়া নিয়ে সভা শেষে সাংবদিকদের এ কথা জানান তিনি। 

এসময় নির্দোষ কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী। এছাড়া আলোচিত ৫৭ ধারা আইনে থাকবে কি-না- তা আগামী আগস্ট মাসে জানা যাবে বলেও জনিয়েছেন তিনি।

সভায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়