Thursday, July 6

কানাইঘাটে ক্রাশার মেশিন দিয়ে পাথর ভাঙার কাজ চলছে


নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করে কানাইঘাটের সরকারী অনুমোদন বিহীন শক্তিশালী শতাধিক ক্রাশার মেশিনের সাহায্যে জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে পাথর ভাঙ্গার কাজ চলছে। এতে করে এলাকার পরিবেশের মারাত্মক বিপর্যয় এবং গাছপালা জীববৈচিত্রের ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে। মহামান্য সুপ্রিম কোর্টের একটি ব্র্যাঞ্চ সিলেট অঞ্চলে ক্রাসার মেশিনের সাহায্যে পাথর ভাঙ্গার কাজ অবৈধ বলে রায় প্রদান করেন। কিন্তু কানাইঘাটে সুপ্রিম কোর্টের সেই রায় মানা হচ্ছে না। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন অনুমোদন বিহীন ক্রাশার মেশিনের মালিকদের বিরুদ্ধে কোন ধরণের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। আইন কানুনের কোন তোয়াক্কা করছে না তারা। কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী থাকায় উক্ত পাথর কোয়ারী ও আশপাশ এলাকা থেকে অবৈধ ভাবে মাটি খোঁড়ে প্রতিদিন হাজার হাজার ফুট পাথর উত্তোলন করা হয়। আর এসব বেশির ভাগ পাথর ক্রাশার মেশিনের সাহায্যে জনবহুল এলাকায় এবং রাস্তার ধারে ভাঙ্গার কাজ করা হয়। বিশেষ করে কানাইঘাট সুরমা নদীর পুরাতন বাস স্ট্যান্ড বায়মপুর গ্রামের জনবহুল এলাকায় প্রায় শতাধিক শক্তিশালী অনুমোদন বিহীন ক্রাশার দিয়ে পাথর ভাঙ্গার কাজ করায় ধূলা বালি, বাস স্ট্যান্ড ব্যবসা প্রতিষ্ঠান, আশপাশ জনবহুল এলাকায় শব্দ দূষন সহ পরিবেশে ও গাছপালার মারাত্মক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে। এছাড়া সুরইঘাট বাজার ও আশপাশ এলাকা মুলাগুল পাথর কোয়ারী ও আশপাশ এলাকায় এবং কানাইঘাট পৌরসভার জনগুরুত্বপূর্ণ রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের আশপাশে সরকারী অনুমোদন বিহীন ক্রাশার মেশিনের সাহায্যে পাথর ভাঙ্গা হচ্ছে। আর এসব ভাঙ্গা পাথর, দেশের বিভিন্ন এলাকা থেকে ভারি যানবাহন, বিশেষ করে বড় ধরণের ট্রাক দিয়ে পাথর লোডের কাজ হওয়ায় রাস্তা-ঘাট ভেঙ্গে তলিয়ে যাচ্ছে। কানাইঘাটে অন্তত ১৫০টির উপর অবৈধ ক্রাসার মেশিনের সাহায্যে পাথর ভাঙ্গার কাজ হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়