Monday, July 3

কানাইঘাটে আগাম বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা

নিজস্ব প্রতিবেদক:
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে সিলেট জেলার জকিগঞ্জ-বিয়ানীবাজার-গোলাপগঞ্জ-ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা-বালাগঞ্জ উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কানাইঘাট-জৈন্তাপুর সহ সিলেটের অন্যান্য উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি আগাম মোকাবেলা করার জন্য সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার তৎপর রয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশে কানাইঘাটের আগাম সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলা ও মনিটরিং ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও কমিটির সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থের পরিচালনায় উক্ত জরুরী সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে আগাম বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়। সিন্ধান্তের মধ্যে তাৎক্ষণিক উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় ১০টি মেডিকেল টিম প্রস্তুত গঠন, পানিবাহিত রোগ মোকাবেলায় খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট সহ বিভিন্ন প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, গবাদি পশুর মৃত্যু ঠেকাতে উপজেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে ডাক্তারি ব্যবস্থা গ্রহণ এবং বন্যা কবলিত এলাকা কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপিতে ১১টি স্কুলে বন্যা আশ্রয়কেন্দ্র খোলা সহ বন্যা দেখা দিলে এলাকার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি মোকাবেলার জন্য কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত মনিটরিং টিম গঠন করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমন আচার্য, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, উপজেলা ভ্যাটেনারী চিকিৎসক আব্দুল্লা আল মাসুম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামছুল আলম, কানাইঘাট থানার সেকেন্ড অফিসার এসআই স্বপন চন্দ্র সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সাধন চন্দ্র দত্ত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, উপজেলা সহকারী প্রকৌশলী ঋতু চক্রবর্তী, মৎস্য অফিসের সহকারী বিদ্যু চন্দ্র সরকার, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন ও সাংবাদিক আমিনুল ইসলাম, শাহীন আহমদ প্রমুখ। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হলেও কানাইঘাট উপজেলায় এখনও বন্যা দেখা দেয়নি। তবে উপজেলার নি¤œাঞ্চলে তলিয়ে যাওয়ায় বেশ কিছু আউশ ধানের ফসলি জমি জমির ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়