কানাইঘাট নিউজ ডেস্ক:
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে বুধবার একটি পোর্টার পিসি-৬
নামের ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহীর সবাই প্রাণ হারিয়েছে।
আজ বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে ইনকিউরিয়ার ডট নেট।
বিমানটিতে ছিলেন পাইলট, একজন কো-পাইলট ও তিন জন যাত্রী। বেসরকারি প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড মিশন অ্যাভিয়েশন (এএমএ) পরিচালিত বিমানটি ওয়ামেনা থেকে ডেরাকমা যাচ্ছিল।
উদ্ধারকারী সংস্থার মুখপাত্র মারসুদি বলেন, তল্লাশী ও উদ্ধার অফিসের বেশ কয়েকজন উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবী দুর্ঘটনাস্থল ওয়ামেনা অঞ্চল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে ইনকিউরিয়ার ডট নেট।
বিমানটিতে ছিলেন পাইলট, একজন কো-পাইলট ও তিন জন যাত্রী। বেসরকারি প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড মিশন অ্যাভিয়েশন (এএমএ) পরিচালিত বিমানটি ওয়ামেনা থেকে ডেরাকমা যাচ্ছিল।
উদ্ধারকারী সংস্থার মুখপাত্র মারসুদি বলেন, তল্লাশী ও উদ্ধার অফিসের বেশ কয়েকজন উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবী দুর্ঘটনাস্থল ওয়ামেনা অঞ্চল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়