Monday, July 10

ভিসা ছাড়া ভ্রমণে যেতে পারবে বাংলাদেশ-শ্রীলংকার কূটনীতিকরা

ভিসা ছাড়া ভ্রমণে যেতে পারবে বাংলাদেশ-শ্রীলংকার কূটনীতিকরা

কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে কূটনৈতিক ও দাফতরিক পাসপোর্টধারীদের ভিসা ছাড়া ভ্রমণের অনুমতিসংক্রান্ত চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

দুপুরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এই প্রস্তাবনা আজকের মন্ত্রিসভার বৈঠকে আনলে খসড়াটি অনুমোদন দেয়া হয়। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়