কানাইঘাট নিউজ ডেস্ক::
শান্তিরক্ষী মিশনে যোগদানের উদ্দেশে বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি
কন্টিজেন্ট হাইতি গেছেন। তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর হাইতি মিশনে
ব্যানএফপিইউ-৩ কন্টিনজেন্টে প্রতিস্থাপন করা হবে।
গতকাল বুধবার গভীর রাতে জাতিসংঘের একটি ভাড়া করা বিমানে হাইতির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।
পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ইউএন অ্যাফেয়ার্স) শেখ রফিকুল ইসলাম এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা মিশনগামী সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান। এর আগে অতিরিক্ত আইজিপি মোঃ মইনুর রহমান চৌধুরী মিশনগামী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।
তিনি মিশনে থাকাকালে পুলিশের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য পুলিশ শান্তিরক্ষীদের প্রতি আহ্বান জানান।
এ সময় ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) মোঃ মহসিন হোসেন এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বর্তমানে দারফুর, কঙ্গো, হাইতি ও মালিসহ পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার আটত্রিশ জন সদস্য পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
গতকাল বুধবার গভীর রাতে জাতিসংঘের একটি ভাড়া করা বিমানে হাইতির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।
পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ইউএন অ্যাফেয়ার্স) শেখ রফিকুল ইসলাম এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা মিশনগামী সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান। এর আগে অতিরিক্ত আইজিপি মোঃ মইনুর রহমান চৌধুরী মিশনগামী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।
তিনি মিশনে থাকাকালে পুলিশের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য পুলিশ শান্তিরক্ষীদের প্রতি আহ্বান জানান।
এ সময় ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) মোঃ মহসিন হোসেন এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বর্তমানে দারফুর, কঙ্গো, হাইতি ও মালিসহ পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার আটত্রিশ জন সদস্য পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
সূত্র: বিডি লাইভ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়