Thursday, July 6

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের যুবক নিহত


নিজাম উদ্দিন: প্রত্যেক মানুষ ও প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু তার মধ্যে কিছু কিছু অনাকাংখিত মৃত্যু যেন হৃদয় বিদারক। দীর্ঘ দশ বছরে একমাত্র সন্তান জন্ম নেওয়ায় পরিবারের সকলের মধ্যে যখন আনন্দ বিরাজ করছিল ঠিক সেই মুহুর্তে খবর এলো সদ্য ভূমিষ্ট নবজাতক সন্তানের বাবা আর নেই। মুহুর্তে সকল আনন্দ তছনছ হয়ে গেল। নবজাতক সন্তানের জন্মে খুশি হয়ে মিষ্টি কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসে তিনি মৃত্যু বরণ করেছেন। শোকে স্তব্ধ হয়ে গেলো গোটা পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা। আর বিধবার শাড়িতে সাজতে হল নবজাতক শিশুর মাকে। পরিবারের স্বজনদের কান্নায় গ্রামের বাতাস যেন ভারি হয়ে উঠল। জানা যায়, কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউপির ময়না গুলপার গ্রামের সৌদি প্রবাসী মাসুম আহমদ বুধবার রাত ১১ টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের জেদ্দায় মৃত্যুবরন করেন। প্রবাসে উক্ত সড়ক দুর্ঘটনার এক ঘন্টা আগে তার সহধর্মিনী দেশের নিজ বাড়ীতে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। উক্ত খুশির সংবাদটি পরিবারের লোকজন সৌদি প্রবাসী নবজাতক সন্তানের বাবা মাসুম আহমদকে মোবাইল ফোনে জানান। মাসুম তার সহপাঠি প্রবাসীদের মিষ্টি মুখ করার জন্য মিষ্টি কিনতে গিয়ে পথিমধ্যে সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তাৎক্ষণিক মাসুম আহমদের সহপাঠিদের মাধ্যমে মোবাইল ফোনে হৃদয় বিদারক এ সংবাদ পেয়ে মাসুম আহমদের বাড়ির আনন্দময় পরিবেশ নিমিষেই আর্তনাদময়ী হয়ে উঠে। তার করুন এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কারন বহু কাঙ্খিত স্বপ্নের একমাত্র সন্তান জন্ম নেওয়ার কিছুক্ষণ যেতে না যেতেই সন্তানের মুখ না দেখে বাবাকে চলে যেতে হল না ফেরার দেশে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়