Thursday, July 6

কানাইঘাটের নিম্নাঞ্চল প্লাবিত


নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কুশিয়ারা ও সুরমা নদীর পানি বৃদ্ধি ও টানা বৃষ্টিপাতের ফলে সিলেট জেলার ৮টি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে কানাইঘাট উপজেলায় এখনও বড় ধরনের বন্যা দেখা না দিলেও উপজেলার ৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল টানা বৃষ্টিপাতের ফলে এবং সুরমা নদী সহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে। নিম্নাঞ্চল এলাকা তলিয়ে যাওয়ায় আউশ ধান ও বীজ তলার বেশকিছু ক্ষয়ক্ষতি সাধিত ও প্রত্যন্ত এলাকায় বসবাসরত জন-সাধারণের যাতায়াতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারী ভাবে সিলেট জেলার ৮টি উপজেলায় বন্যার কারণে, নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বরাদ্ধ ও বিতরণ করা হলেও কানাইঘাট উপজেলায় সাম্প্রতিক বন্যার কারণে কোন ধরনের বরাদ্ধ দেওয়া হয়নি। উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ বলেছেন বন্যা বলতে যা বুঝায় তা এখনও কানাইঘাটে হয়নি। উপজেলার নিম্নাঞ্চল এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জুন মাসের শেষ দিকে উপজেলার ৯টি ইউনিয়নে সরকারী ভাবে ৯টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। বন্যা দেখা দিলে তা বিতরণ করা হবে। এদিকে কানাইঘাট দিঘীরপার পূর্ব ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল জানিয়েছেন, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তাঁর ইউনিয়নের ৩টি ওয়ার্ড বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সেখানে বসবাসরত মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। সরকারী ভাবে তিনি ত্রাণ সামগ্রী প্রেরণের দাবী জানিয়েছেন। অনুরূপ ভাবে কানাইঘাট ৯নং রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন চতুলী, সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ জানান, তাঁদের স্ব স্ব ইউপির অনেক এলাকা টানা বৃষ্টিপাত ও সৃষ্ট বন্যার পানির নিচে তলিয়ে গেছে। আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁরা সরকারী ভাবে ত্রাণ সামগ্রী প্রেরণের দাবী জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিলেটের অন্যান্য উপজেলায় বন্যা দেখা দিলেও কানাইঘাট উপজেলা এখনও বন্যায় আক্রান্ত হয়নি। হাওর ও নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে তলিয়ে গেলেও তেমন ক্ষয়-ক্ষতি সাধিত হয়নি। সার্বিক বন্যা পরিস্থিতি আগাম মোকাবেলা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তূতি রয়েছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়