বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও জানিয়েছেন, তিনি শরীরচর্চা করেন না।
একথা তিনি এক পার্টিতে স্বীকার করেছেন। তখন সেখানে জড়ো হওয়া তারকারা থেকে শুরু করে সাংবাদিকরা পর্যন্ত অবাক হন তার সরল স্বীকারক্তি শুনে!
৪২ বছর বয়সী অভিনেতা ‘টাইটানিক’, কিংবা ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমার চরিত্রের মতো সুঠাম দেহের অধিকারী নন বর্তমানে। বয়সের সঙ্গে তিনি বদলাবেন, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেকেই নিজের শরীরের ফিটনেস ধরে রাখতে গায়ের ঘাম ঝরান জিমে গিয়ে। এদিকে সেই পথে নাকি পা-ই বাড়ান না ডিক্যাপ্রিও।
মালিবুতে অনুষ্ঠিত এক পার্টিতে অস্কার জয়ী অভিনেতা মাতাল অবস্থায় দাবি করেন, তিনি ব্যায়ামের ধার ধারেন না। যদিও সেসময় অনেক তরুণী তাকে ঘিরে রেখেছিলো। কিন্তু একথা শুনেও মুখ ফিরিয়ে নেন নি তার নারীভক্ত। কারণ তার জনপ্রিয়তা একথায় কমে যাওয়ার মতো নয় বলেই মনে করছেন অনেকে।
একথা তিনি এক পার্টিতে স্বীকার করেছেন। তখন সেখানে জড়ো হওয়া তারকারা থেকে শুরু করে সাংবাদিকরা পর্যন্ত অবাক হন তার সরল স্বীকারক্তি শুনে!
৪২ বছর বয়সী অভিনেতা ‘টাইটানিক’, কিংবা ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমার চরিত্রের মতো সুঠাম দেহের অধিকারী নন বর্তমানে। বয়সের সঙ্গে তিনি বদলাবেন, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেকেই নিজের শরীরের ফিটনেস ধরে রাখতে গায়ের ঘাম ঝরান জিমে গিয়ে। এদিকে সেই পথে নাকি পা-ই বাড়ান না ডিক্যাপ্রিও।
মালিবুতে অনুষ্ঠিত এক পার্টিতে অস্কার জয়ী অভিনেতা মাতাল অবস্থায় দাবি করেন, তিনি ব্যায়ামের ধার ধারেন না। যদিও সেসময় অনেক তরুণী তাকে ঘিরে রেখেছিলো। কিন্তু একথা শুনেও মুখ ফিরিয়ে নেন নি তার নারীভক্ত। কারণ তার জনপ্রিয়তা একথায় কমে যাওয়ার মতো নয় বলেই মনে করছেন অনেকে।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়