Monday, July 10

সিলেট শহর থেকে কানাইঘাটের এক যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: সিলেট শহরের হাসান মার্কেটের সামনে থেকে কানাইঘাটের এক যুবককে জোরপূর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়, মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কুওরঘড়ি গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র উপজেলা যুবলীগ নেতা নাজমুল ইসলাম (২৮)সোমবার সিলেট কোর্টে একটি মামলার হাজিরা দিয়ে বিকেল অনুমান আড়াইটার দিকে বাড়ী ফেরার পথে হাসান মার্কেটের সামনে আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে নাজমুল ইসলামকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এ সময় নাজমুল ইসলামের সাথে থাকা একই গ্রামের আবুল কালাম, এনাম উদ্দিন, হারিছ উদ্দিন সহ কয়েকজন নাজমুল ইসলামকে দুর্বৃত্তদের কাছ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসার আগেই দ্রুত গাড়ীতে উঠিয়ে নাজমুলকে নিয়ে চলে যায় তারা। এরিপোর্ট লেখা পর্যন্ত সিলেট কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনার সাথে নাজমুল ইসলামের প্রতিপক্ষ ও নাজমুল ইসলামের দায়েরকৃত মামলার আসামী আ’লীগ নেতা দুদু মিয়া হত্যা মামলার আসামী আব্বাস উদ্দিন, আক্তার হোসেন, আব্দুস সালাম, আহসান, নিজাম উদ্দিন জড়িত রয়েছেন মর্মে নিহত দুদু মিয়ার ভাই আবুল কালাম বাদী হয়ে কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন। অপহরণের স্বীকার যুবলীগ নেতা নাজমুল ইসলামের পরিবারের সদস্যরা এ ঘটনায় বার বার মুর্ছা যাচ্ছেন। তাদের অভিযোগ দুদুু মিয়া হত্যা মামলার সাক্ষী হওয়ায় তাকে মামলার আসামী পক্ষের লোকজন অপহরণ করেছে। তাকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়