কানাইঘাট নিউজ ডেস্ক:
আফগানিস্তানে গত ২৪ ঘন্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৯ জঙ্গি নিহত ও অপর
১৯ জন আহত হয়েছে। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আফগান ন্যাশনাল ডিফেন্স ও নিরাপত্তা বাহিনী জঙ্গি নির্মূল অভিযান শুরু করেছে। বিগত ২৪ ঘন্টা দেশের বিভিন্ন স্থানে সামরিক অভিযানে ১৯ জঙ্গি নিহত ও অপর ১৯ জন আহত হয়েছে।’
নিহত জঙ্গিদের মধ্যে তিন জন ইসলামিক স্টেট (আইএস) এর সদস্য। এছাড়াও এই অভিযানে হাজি নাসির নামে স্থানীয় তালেবানের এক কমান্ডার নিহত হয়েছে। খবর সিনহুয়া’র।
বিবৃতিতে আরো বলা হয়, নানগড়হার, কাপিসা, পাকতিকা, খোস্ত, কান্দাহার, জাবুল, ফারাহ্, কুন্দুজ, ফারইয়াব, বলখ, তাখার ও হেলমান্দ প্রদেশে অভিযানগুলো চালানো হয়।
এ সময় জঙ্গিদের একটি আস্তানা ধ্বংস এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আফগান ন্যাশনাল ডিফেন্স ও নিরাপত্তা বাহিনী জঙ্গি নির্মূল অভিযান শুরু করেছে। বিগত ২৪ ঘন্টা দেশের বিভিন্ন স্থানে সামরিক অভিযানে ১৯ জঙ্গি নিহত ও অপর ১৯ জন আহত হয়েছে।’
নিহত জঙ্গিদের মধ্যে তিন জন ইসলামিক স্টেট (আইএস) এর সদস্য। এছাড়াও এই অভিযানে হাজি নাসির নামে স্থানীয় তালেবানের এক কমান্ডার নিহত হয়েছে। খবর সিনহুয়া’র।
বিবৃতিতে আরো বলা হয়, নানগড়হার, কাপিসা, পাকতিকা, খোস্ত, কান্দাহার, জাবুল, ফারাহ্, কুন্দুজ, ফারইয়াব, বলখ, তাখার ও হেলমান্দ প্রদেশে অভিযানগুলো চালানো হয়।
এ সময় জঙ্গিদের একটি আস্তানা ধ্বংস এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়