
কানাইঘাট নিউজ ডেস্ক: তথ্য প্রযুক্তির এই যুগে নিত্যনতুন আবিষ্কার মানুষের জীবনকে আরও আরামদায়ক করে দিয়েছে। কম্পিউটার তাদের মধ্যে অন্যতম।
আর এই কম্পিউটারের একটা অংশের নাম কি-বোর্ড। যেটা ছাড়া কম্পিউটার অচল প্রায়। বাজারে অনেক ধরণের কম্পিউটার কি-বোর্ড থাকলেও কাঠের কি-বোর্ড ছিলনা। এবার বাজারে এলো কাঠের কি-বোর্ডও।
দারুণ কারুকাজে সজ্জিত কি-বোর্ডটি বাজারে এনেছে ওরি নামের একটি সংস্থা। এটি মূলত ওয়ারলেস কি-বোর্ড। এই কি-বোর্ডটিতে টাইপিংয়ের সময় যেমন ভালো স্পিড পাওয়া যাবে তেমনি মিলবে স্বস্তিও।
অরির এই কি-বোর্ডটির নাম অরিস বোর্ড এসেনশিয়াল উডেন ওয়ারলেস কি-বোর্ড। কাঠের এই কি-বোর্ডটির দাম ধরা হয়েছে ১৫০ ডলার। এক টুকরো কাঠ কেটে বানানো ওরির এই কি-বোর্ড। যেকোনো উইন্ডোজ কিংবা আইওএস ডিভাইসে কি-বোর্ডটি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে ব্যবহার করা যাবে।
আর এই কম্পিউটারের একটা অংশের নাম কি-বোর্ড। যেটা ছাড়া কম্পিউটার অচল প্রায়। বাজারে অনেক ধরণের কম্পিউটার কি-বোর্ড থাকলেও কাঠের কি-বোর্ড ছিলনা। এবার বাজারে এলো কাঠের কি-বোর্ডও।
দারুণ কারুকাজে সজ্জিত কি-বোর্ডটি বাজারে এনেছে ওরি নামের একটি সংস্থা। এটি মূলত ওয়ারলেস কি-বোর্ড। এই কি-বোর্ডটিতে টাইপিংয়ের সময় যেমন ভালো স্পিড পাওয়া যাবে তেমনি মিলবে স্বস্তিও।
অরির এই কি-বোর্ডটির নাম অরিস বোর্ড এসেনশিয়াল উডেন ওয়ারলেস কি-বোর্ড। কাঠের এই কি-বোর্ডটির দাম ধরা হয়েছে ১৫০ ডলার। এক টুকরো কাঠ কেটে বানানো ওরির এই কি-বোর্ড। যেকোনো উইন্ডোজ কিংবা আইওএস ডিভাইসে কি-বোর্ডটি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে ব্যবহার করা যাবে।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়