Friday, July 14

'সন্ত্রাসী হামলার পরও ইংল্যান্ডে খেললে পাকিস্তানে কেন নয়'

'সন্ত্রাসী হামলার পরও ইংল্যান্ডে খেললে পাকিস্তানে কেন নয়'

কানাইঘাট নিউজ ডেস্ক: ২০০৯ সালে শ্রীলংকান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর এই আট বছরে বড় কোনো দলই পাকিস্তান সফরে যায়নি। শুধুমাত্র জিম্বাবুয়ে ছাড়া কোনো দলকেই রাজি করাতে পারছে না দেশটির ক্রিকেট বোর্ড। গত মাসে চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদও নিজেদের দেশে ক্রিকেট ফেরানোর জোর দাবি জানান।

গতকাল বৃহস্পতিবার করাচি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরফরাজ বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের অনুপস্থিতির কারণে পাকিস্তানের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত ৯ বছর ধরে আমরা দেশে ক্রিকেট খেলতে পারছি না।

এসময় সরফরাজ প্রশ্ন তুলেন, ইংল্যান্ডে সন্ত্রাসী হামলার মধ্যেও আন্তর্জাতিক দলগুলো খেলতে পারলে পাকিস্তানে কেন নয়?

সম্প্রতি ইংল্যান্ডে সন্ত্রাসবাদী হামলার মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর শেষ হওয়ার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর দাবি আরো জোরালো হয়।

ঘরোয়া কন্ডিশন হিসেবে সংযুক্ত আরব আমিরাতে হোম সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। কিন্তু সরফরাজের মতে, সেটা কোনোভাবেই দেশের মাটিতে খেলার আমেজ দিতে পারে না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়