Tuesday, July 11

মসুল বিজয় ঘোষণা: ইরাককে ইরানের অভিনন্দন

মসুল বিজয় ঘোষণা: ইরাককে ইরানের অভিনন্দন

কানাইঘাট নিউজ ডেস্ক: ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিদের উৎখাত করে মসুলে বিজয় ঘোষণা করায় ইরাককে অভিনন্দন জানিয়েছে ইরান এবং তেহরান যুদ্ধবিধ্বস্ত এ দেশের পুনর্গঠনে বাগদাদকে সহায়তা করারও প্রস্তাব দিয়েছে। খবর এএফপি’র।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ রোববার রাতে টুইটারে এক বার্তায় বলেন, ‘মসুল জঙ্গি মুক্ত করায় ইরাকের সাহসী জনগণ ও সরকারকে অভিনন্দন।’

তিনি বলেন, ‘ইরাকের নাগরিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে তাদের পক্ষে সবকিছু অর্জন করা সম্ভব।’

প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি রোববার মসুলে নগরটি আইএসের কাছ থেকে দখলমুক্ত করার অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য, তিন বছর আগে ইসলামিক স্টেট গ্রুপ এ নগরীতে নিজস্বভাবে তাদের খেলাফত ঘোষণা করে।

জিহাদিদের বিরুদ্ধে ইরাকের এ যাবতকালের সবচেয়ে বড় এ বিজয়ে ইরানের অন্যান্য কর্মকর্তাও তাৎক্ষণিকভাবে তাদের এ জয়কে স্বাগত জানায়।

তারা বলেন, ইসলামিক স্টেটের জঙ্গিদের দেশ থেকে উৎখাতে এটি তাদের বড় অর্জন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়