নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা জুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। গত শনিবার রাত ১টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর টানা ৪৮ ঘন্টার মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত সবমিলিয়ে শুধুমাত্র পৌর শহরে প্রায় ঘন্টাখানেক বিদ্যুৎ থাকলেও লো-ভোল্টেস ছিল। পল্লীবিদ্যুতের টানা এ লোডশেডিং এর ফলে জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি কানাইঘাট নিউজকে বলেন, গত শনিবার রাতে সিলেটের কুমারগাঁও গ্রিডে সার্কিট ব্রেকার পুড়ে যাওয়ার কারনে বিদ্যুৎ পরিস্থিতির অবনতি হয়েছে। পিডিবির কর্মকর্তারা সার্কিট ব্রেকার ঠিক করার জন্য কাজ শুরু করলেও গত রবিবার রাতে পুণরায় পুড়ে পাওয়ায় আমরা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছি না। তবে কাজ চলছে, বিদ্যুৎ পরিস্থিতির স্বাভাবিক হতে পারে আগামীকালকের মধ্যে বলে তিনি জানান। উপজেলা হাসপাতাল সহ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বিয়ানীবাজার উপজেলা থেকে সাময়িক ভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়