Friday, July 7

এবার সমুদ্রের জলে পা ভেজালেন মোদি-নেতানিয়াহু

এবার সমুদ্রের জলে পা ভেজালেন মোদি-নেতানিয়াহু

কানাইঘাট নিউজ ডেস্ক: ইসরায়েলের মাটিতে প্রথমবারের মতো পা রাখলেন ভারতের কোনো প্রধানমন্ত্রী। প্রথম সফরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের গাঢ় রসায়ন তৈরি করে ফেললেন নরেন্দ্র মোদি।

সফরের শেষ দিনে উত্তর ইসরায়েলের ওলগা সৈকতে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে দু’জনেই খালিপায়ে সমুদ্রে নেমে পড়েন। দু’জনের সেই ছবি টুইটারে পোস্ট করেছেন নেতানিয়াহু।

বৃহস্পতিবার সকালে হাইফার যুদ্ধ স্মারকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান দু’দেশের প্রধানমন্ত্রী। প্রথম বিশ্বযুদ্ধে হাইফিকে মুক্ত করতে ৪৪ জন ভারতীয় সেনা প্রাণ দিয়েছিলেন। মেজর দলপত সিং-এর মূর্তি উন্মোচন করা হয়। তার নেতৃত্বেই মুক্ত হয়েছিল হাইফি।

সেখানে গিয়ে ভিজিটরস বুকে মোদি লেখেন, ‘অসীম সাহসী সেনাদের জীবনের বিনিময়ে হাইফার স্বাধীনতা এসেছিল। আমি এখানে এসে নিজেকে সম্মানিত বোধ করছি।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়