Sunday, July 9

টাইগ্রিস নদী অতিক্রম করে পালানোর চেষ্টা, ৩৫ জঙ্গি নিহত

টাইগ্রিস নদী অতিক্রম করে পালানোর চেষ্টা, ৩৫ জঙ্গি নিহত

কানাইঘাট নিউজ ডেস্ক: ইরাকে শনিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) ৩৫ জঙ্গি নিহত ও আরো ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা তাদের সর্বশেষ শক্ত ঘাঁটি মসুলের পশ্চিমাঞ্চলীয় ওল্ড সিটি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ইরাকি সামরিক বাহিনী একথা জানায়। খবর সিনহুয়ার।

এক বিবৃতিতে জয়েন্ট অপারেশন কমান্ড (জেওসি) বলেন, ওল্ড সিটি থেকে টাইগ্রিস নদী অতিক্রম করে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করার সময় আইএসের এসব সদস্য নিহত হয়।

এছাড়া জেওসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল সাংবাদিকদের বলেন, টাইগ্রিস নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে ব্যাপক যুদ্ধ হওয়া সত্ত্বেও ওল্ড সিটি সম্পূর্ণভাবে ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

রাসুল বলেন, ওল্ড সিটির জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ অঞ্চল মুক্ত করতে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়