Friday, June 16

আইএস নেতা বাগদাদি’কে হত্যার দাবি রাশিয়ার

আইএস নেতা বাগদাদি’কে হত্যার দাবি রাশিয়ার
কানাইঘাট নিউজ ডেস্ক: রাশিয়ার বিমান হামলায় মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কথিত আমির আবু বকর আল বাগদাদি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

তবে মন্ত্রণালয় থেকে এও বলা হয়েছে, নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে এখন তদন্ত চলছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংস্থা রয়টার্স বলেছে, ২৮শে মার্চ সিরিয়ার রাক্কায় রাশিয়ার একটি বিমান হামলায় ৩৩০ জন আইএস যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে আইএস প্রধান বাগদাদিও থাকতে পারে। আইএস’র রাজধানী খ্যাত রাক্কায় জঙ্গিগোষ্ঠীটির সামরিক পরিষদের বৈঠককে বিমান হামলায় টার্গেট করা হয়।

তবে অতীতে বহুবার বাগদাদির মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। কিন্তু পরে সেসব খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।

আইএস-এর বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র কর্নেল জন ডোরিয়ান বলেছেন, এবারও বাগদাদির মৃত্যুর খবর তারা নিশ্চিত করতে পারছেন না। এ ব্যাপারে সিরিয়ার সরকারও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়