Thursday, June 15

ক্যাপ্টেন তানভীরের শোকে দাদার মৃত্যু

ক্যাপ্টেন তানভীরের শোকে দাদার মৃত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক: নাতীর শোকে হার্টট্যাক করে মারা গেছেন রাঙ্গামাটি পাহাড় ধসে নিহত ক্যাপ্টেন তানভীর আহমেদের দাদা আজিজ মোল্লা (৭৫)।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তার মৃত্যু হয়।

নাতী তরিকুল ইসলাম জানান, একমাত্র সন্তান তানভীরের মৃত্যুর শোক শেষ না হতেই আবার মৃত্যর খবর শুনে এখন পাগল প্রায় সালাম মোল্লা। পুত্র সালাম মোল্লা ঢাকা থেকে আশার পরেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এলাকায় বাসীর প্রত্যাশা ছিল ক্যাপ্টেন তানভীর আহম্মেদ শান্ত’র মরদেহ বাড়ীতে নিয়ে আসা হবে কিন্ত আনা হয়নি।
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়