কানাইঘাট নিউজ ডেস্ক: কোচ
জিনেদিন জিদানের সাথে নতুনভাবে চুক্তি করাই এখন রিয়াল মাদ্রিদের প্রথম ও
মূল লক্ষ্য বলে উল্লেখ করেছেন ক্লাব সভাপতি ফ্লোরেনতিনো পেরেজ।
চ্যাম্পিয়নস লীগে জুভেন্টাসকে হারিয়ে পরপর দুইবার শিরোপা জয়ের আনন্দেই পেরেজ এই মন্তব্য করেন।
মৌসুম শেষের বিরতির পরে ক্লাবের ফিরে আসার পওে ৪৫ বছর বয়সী ফ্রেঞ্চ তারকার সাথে চুক্তি নবায়ন করাই এখন মাদ্রিদের মূল কাজ বলে পেরেজ জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমে এ সম্পর্কে পেরেজ বলেছেন, অবশ্যই সে নিরাপদ। ছুটি কাটিয়ে ফিরে আসার পর আমাদের প্রথম কাজই হবে তার সাথে চুক্তি নবায়ন করা। তার থেকে ভাল করে কেউ এই ক্লাব ও ড্রেসিং রুমকে চেনেনা।
‘গত ১৭ মাস ধরে সে ক্লাবকে সাফল্য এনে দিয়েছে, আর এর মাধ্যমে নিজে সফল হয়েছে। প্রায়ই সে গণমাধ্যমের কারণে ক্লাবের ভবিষ্যত প্রসঙ্গে এড়িয়ে যাবার চেষ্টা করেছে। কিন্তু আমি নিশ্চিত করে বলতে চাই, আমি তার সাথেই সম্পর্ক রাখতে চাই, এমনকি ক্লাব যদি নাও জিতে।’
চ্যাম্পিয়নস লীগে জুভেন্টাসকে হারিয়ে পরপর দুইবার শিরোপা জয়ের আনন্দেই পেরেজ এই মন্তব্য করেন।
মৌসুম শেষের বিরতির পরে ক্লাবের ফিরে আসার পওে ৪৫ বছর বয়সী ফ্রেঞ্চ তারকার সাথে চুক্তি নবায়ন করাই এখন মাদ্রিদের মূল কাজ বলে পেরেজ জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমে এ সম্পর্কে পেরেজ বলেছেন, অবশ্যই সে নিরাপদ। ছুটি কাটিয়ে ফিরে আসার পর আমাদের প্রথম কাজই হবে তার সাথে চুক্তি নবায়ন করা। তার থেকে ভাল করে কেউ এই ক্লাব ও ড্রেসিং রুমকে চেনেনা।
‘গত ১৭ মাস ধরে সে ক্লাবকে সাফল্য এনে দিয়েছে, আর এর মাধ্যমে নিজে সফল হয়েছে। প্রায়ই সে গণমাধ্যমের কারণে ক্লাবের ভবিষ্যত প্রসঙ্গে এড়িয়ে যাবার চেষ্টা করেছে। কিন্তু আমি নিশ্চিত করে বলতে চাই, আমি তার সাথেই সম্পর্ক রাখতে চাই, এমনকি ক্লাব যদি নাও জিতে।’
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়