কানাইঘাট নিউজ ডেস্ক:
কুয়েতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গত সোমবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কর্মস্থল থেকে ফেরার পথে ৮০নং রোডে (আবদালী-জাহারা) একটি ভারী গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি হলেন- চট্টগ্রামের মিরসরাইয়ের আলা উদ্দিন (৩০), কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রিপুর ইউনিয়ন সাতঘরিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক (৫০) এবং কুমিল্লার মাহমুদুল আলম (৩৮)।
দুর্ঘটনায় পতিত গাড়িতে ১৯ প্রবাসী ছিলেন যারা সবাই বাংলাদেশি মারাফি কুয়েতিয়া কোম্পানির শ্রমিক। আহতদের মধ্যে দু`জন আইসিইউতে এবং সাতজন জাহারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়