Wednesday, June 21

কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন আ'লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা বুধবার বিকেল ৪টায় স্থানীয় সুরইঘাট উত্তর বাজারে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি ছাত্রলীগ নেতা ফখরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক ও পৌর আ’লীগের যুগ্ম-আহবায়ক নাজমুল ইসলাম হারুন, ইউপি আ’লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক কয়সর আহমদ, আ’লীগ নেতা ছয়ফুল আলম, আনোয়ার হোসেন, নুরুল আম্বিয়া, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন, মীর মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবুল বাশার, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রেজোয়ান আহমদ, যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহেদ আহমদ, আবুল খায়ের। বক্তব্য রাখেন, যুবলীগ নেতা আফতাব উদ্দিন, সেবুল আহমদ, সালেহ আকরাম, হবিব উল্লাহ, ফয়েজ আহমদ, ফয়েজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, তারেক আহমদ প্রমুখ। ইফতার মাহফিলে উপজেলা আ’লীগের যুগ্ম-আহবায়ক ফারুক আহমদ চৌধুরী বলেন, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা হচ্ছেন আ’লীগ ও সহযোগী সংগঠনের প্রাণ। ত্যাগী পরিক্ষীত নেতাকর্মীদের মূল্যায়ন করে ইউনিয়ন ও উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনের জন্য জেলা ও উপজেলা আ’লীগ নেতৃবৃন্দের প্রতি আহবয়ক জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়