Thursday, June 15

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল আজিজ মাস্টার ও বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের মো. খোকন মিয়া।

অাজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কটিয়াদী মডেল থানার ওসি জাকির রাব্বানী এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। আর অাহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়