Thursday, June 8

কানাইঘাট উপজেলা পরিষদের বাজেট পেশ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা পরিষদের মাসিক সমন্বয় উন্নয়ন সভা ও ২০১৭-১৮ অর্থ বছরের ১ কোটি ১৪ লক্ষ ১১ হাজার টাকার বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের পরিচালনায় মাসিক উন্নয়ন সমন্বয় সভা ও ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট পেশকালে উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে জনগণকে যে সেবা দেওয়ার দায়িত্ব রয়েছে তা সহজে ও বিনা প্রতিবন্ধকতায় পৌঁছে দেয়াই হচ্ছে উপজেলা পরিষদের মূল কাজ। উপজেলা পরিষদের ১৮টি উন্নয়ন মূলক কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে যেসব অর্থ একটি উপজেলার জন্য বরাদ্ধ করা হয় তা জনসাধারনের চাহিদার চাইতে অবতুল্য। তারপরও তিনি কানাইঘাটকে একটি মডেল উপজেলায় পরিণত করতে সরকারের দেওয়া অর্থ বরাদ্ধের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান। মাসিক উন্নয়ন সভা ও বাজেট পেশ কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, ৩নং দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, ৪নং সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, ৬নং সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, ৭নং বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ৯নং ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সহ সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়