Saturday, June 10

৩১ ইউনিয়নে চেয়ারম্যান পদে আ'লীগের মনোনয়ন

৩১ ইউনিয়নে চেয়ারম্যান পদে আ'লীগের মনোনয়ন

কানাইঘাট নিউজ ডেস্ক: ঢাকার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ দেশের আট জেলার ১২ উপজেলার ৩১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি এবং স্থানীয় সরকার এবং ইউনিয়ন পরিষদ ও উপজেলা মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ মনোনয়ন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার এবং ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচন মনোনয়ন বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মঞ্জুরুল আলম রাজীবকে মনোনয়ন দেয়া হয়েছে।

এদিকে রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নে এমজি রব্বানী, বাচোর ইউনিয়নে জীতেন্দ্র নাথ বর্মন ও নন্দুয়ার ইউনিয়নে মো. আব্দুল বারীকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে। একই জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে মো. পাভেলকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আবুল কালাম আজাদকে এবং নাটোর জেলার সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন পরিষদে মো. আলতাব হোসেনকে মনোনয়ন দেয়া হয়।

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নে নাসির উদ্দিন খোকন, লতা ইউনিয়নে মো. মিজানুর রহমান, চর এক্করিয়া ইউনিয়নে আব্দুল মুকিম তালুকদার, আলিমাবাদ ইউনিয়নে শেখ সহিদুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়নে মো. মহিউদ্দিন, শ্রীপুর ইউনিয়নে মো. হারুন-অর-রশিদ ও জয়নগর ইউনিয়নে মো. সেকান্দর আলী জাফরকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়।

অপরদিকে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নে মো. ইয়াকুব আলী, আউশনারা ইউনিয়নে মো. গোলাম মোস্তফা, মহিশমারা ইউনিয়নে কাজী আব্দুল মোতালেব, কুড়ালিয়া ইউনিয়নে আহাম্মদ আলী, অরণখোলা ইউনিয়নে মো. আব্দুর রহিম, কুড়াগাছা ইউনিয়নে মো. ফজলুল হক সরদার, বেরীবাইদ ইউনয়নে মো. জুলহাস উদ্দিন এবং ফুলবাগচালা ইউনিয়নে মো. রেজাউল করিমকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে।

একই জেলার সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে মো.হাসমত আলী, কাকুয়া ইউনিয়নে মো. বদিউজ্জামান ফারুক, কাতুলী ইউনিয়নে মো. ইকবাল হোসেন ও মাহমুদনগর ইউনিয়নে মো.গোলাম সরোয়ার জাহানকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে।

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার নিকলী সদর ইউনিয়নে কারার শাহরিয়ার আহমেদ এবং ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নে মো. সাফায়েত উল্লাহকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়।

চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নে এম আসলাম মৃধা, নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে রুবেল মিয়া, বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে মো. আবুল হোসেনকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে।

কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নে মো. মনিরুজ্জামান ভূঞাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়