
কানাইঘাট নিউজ ডেস্ক:
চ্যাম্পিয়নস ট্রফি জয়ের ব্যাপারে বিশেষজ্ঞরা ইংল্যান্ডকে প্রধান দাবিদার
হিসেবে ধরছে। কেন, সেটা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিল স্বাগতিকরা। আর
ইংল্যান্ডের জয়ের নায়ক জো রুট বলছেন, “এই ভাবে ম্যাচ জিতে আত্মবিশ্বাসটা
অনেক বেড়ে গেল। আমরা সব সময় প্রত্যেকের পাশে থাকি। আর সেটা মাঠের
পারফরম্যান্সেও প্রভাব ফেলে।”
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৩০৫ রান করলেও রুটের সেঞ্চুরিতে সহজেই জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
রান তাড়া করতে নেমে আপনাদের পরিকল্পনা কী ছিল এমন প্রশ্নে রুট বলছেন, ‘আমরা ঠিক করে রেখেছিলাম হাতে উইকেট রেখে দেব। যাতে শেষ দিকে প্রয়োজন হলে মারা যাবে। আমাদের প্ল্যান ছিল প্রথম চার জনের এক জন ৭০ থেকে ১০০ রান করে অপরাজিত থেকে যাব। ঠিক সেটাই হয়েছে। আর যখন আমরা জানি, ড্রেসিংরুমে বেন স্টোকসের মতো ব্যাটসম্যান আছে, তখন আত্মবিশ্বাসটা আরও বেড়ে যায়।’
অধিনায়ক ইয়ান মরগান বৃহস্পতিবার অপরাজিত হাফ সেঞ্চুরি করলেন। অধিনায়কের কথা, ‘আমি সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চাই।’
দলের প্রধান ব্যাটিং ভরসা রুটকে নিয়ে তার বক্তব্য, ‘জো আমাদের ব্যাটিংটাকে ধরে রাখে। ইংল্যান্ডের হয়ে প্রচুর রান করেছে ও। আর রুট কিন্তু মোটেও স্লো ব্যাট করে না। দুর্দান্ত ব্যাট করেছে ও।’
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৩০৫ রান করলেও রুটের সেঞ্চুরিতে সহজেই জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
রান তাড়া করতে নেমে আপনাদের পরিকল্পনা কী ছিল এমন প্রশ্নে রুট বলছেন, ‘আমরা ঠিক করে রেখেছিলাম হাতে উইকেট রেখে দেব। যাতে শেষ দিকে প্রয়োজন হলে মারা যাবে। আমাদের প্ল্যান ছিল প্রথম চার জনের এক জন ৭০ থেকে ১০০ রান করে অপরাজিত থেকে যাব। ঠিক সেটাই হয়েছে। আর যখন আমরা জানি, ড্রেসিংরুমে বেন স্টোকসের মতো ব্যাটসম্যান আছে, তখন আত্মবিশ্বাসটা আরও বেড়ে যায়।’
অধিনায়ক ইয়ান মরগান বৃহস্পতিবার অপরাজিত হাফ সেঞ্চুরি করলেন। অধিনায়কের কথা, ‘আমি সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চাই।’
দলের প্রধান ব্যাটিং ভরসা রুটকে নিয়ে তার বক্তব্য, ‘জো আমাদের ব্যাটিংটাকে ধরে রাখে। ইংল্যান্ডের হয়ে প্রচুর রান করেছে ও। আর রুট কিন্তু মোটেও স্লো ব্যাট করে না। দুর্দান্ত ব্যাট করেছে ও।’
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়