Thursday, June 15

খালেদা জিয়ার কাছে দেশ নিরাপদ নয়: নৌমন্ত্রী

খালেদা জিয়ার কাছে দেশ নিরাপদ নয়: নৌমন্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক: খালেদা জিয়ার কাছে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ডিজেএ) এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, খালেদা জিয়া একজন অদক্ষ রাষ্ট্রপরিচালক। যেমন অদক্ষ চালকের কাছে গাড়ি ও পথচারী নিরাপদ হয় না তেমনি তার কাছে দেশ নিরাপদ নয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন দক্ষ রাষ্ট্রনায়ক উল্লেখ করে শাজাহান খান বলেন, তিনি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই উন্নয়নের ধারা রক্ষা করতে হলে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল আলম পিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী প্রমূখ। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়