Friday, June 23

কানাইঘাটে পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামে পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার বিকেল অনুমান সাড়ে ৩টায় এক যুবককে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সাবেক ইউপি সদস্য শরিফ উদ্দিনকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ। জানা যায়, পূর্ব বিরোধ ও পরকীয়া সম্পর্কের জের ধরে দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের মৃত হতদরিদ্র আমির আলীর পুত্র হবিবুর রহমান (২৫) কে একই গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র মুহিবুর রহমান মড়া মিয়ার নেতৃত্বে তার স্বজনরা অনুমান বিকেল সাড়ে ৩টার দিকে হবিবুর রহমানকে তাদের বাড়ীর পাশের রাস্তায় পথরোধ করে উপর্যুপরি ধারালো চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর অচেতন অবস্থায় হবিবুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার অবস্থার অবনতি হলে সিওমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে হবিবুর রহমান মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ হত্যাকান্ডের খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের নির্দেশে একদল পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের সাবেক ইউপি সদস্য শরিফ উদ্দিন (৫০) কে শুক্রবার সন্ধ্যার পর আটক করে পুলিশ। নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন পূর্ব বিরোধের জের ধরে নির্মমভাবে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে হবিবুর রহমানকে মুহিবুর রহমান মড়া মিয়া ও তার স্ত্রী নুরুন নেছা, পুত্র আম্বিয়া (২৫), আম্বিয়ার চাচাতো ভাই ইকবাল আহমদ (২৪), মামা শরিফ উদ্দিন সহ আরো কয়েকজন হত্যা করেছে। হবিবুর রহমান তার মামার বাড়ী দনা গ্রামে বসবাস করে থাকে। মাঝে মধ্যে নিজ বাড়ীতে আসে। গত বৃহস্পতিবার সে বাড়ীতে এসে শুক্রবার বিকেল ৩টার দিকে তার বাড়ীর পাশে বসবাসরত অসুস্থ ফুফু খোদেজা বেগমকে দেখতে গিয়ে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষের হামলায় হবিবুর রহমান মারা যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করে সেখান থেকে সাবেক ইউপি সদস্য শরিফ উদ্দিনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। জানা গেছে, পরকীয়া সম্পর্কের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানিয়েছেন, হবিবুর রহমান হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে শরিফ উদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরকীয়া সম্পর্কের জের ধরে এ হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে মর্মে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। মুহিবুর রহমান মড়া মিয়ার মেয়ের সাথে হবিবুর রহমানের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। তবে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আব্দুল আহাদ জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়