Saturday, June 24

দুঃস্থদের পাশে থাকতে নেতা-কর্মীদের আহ্বান নানকের

দুঃস্থদের পাশে থাকতে নেতা-কর্মীদের আহ্বান নানকের
কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ধর্মীয় ও জাতীয় উৎসবকে সফল ও অর্থবহ করতে দুঃস্থ মানুষের পাশে সদা থাকতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের হোসেন মার্কেট ও পুরাতন থানা চত্বরে ব্যক্তিগত উদ্যোগে প্রায় পাঁচ হাজার দুঃস্থ ও অসহায় মানুষকে ঈদ উপলক্ষে নতুন কাপড় চোপড় ও খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নানক বলেন, রাজনীতি হওয়া উচিৎ গণ মানুষের কল্যাণ ও জীবন মানের উন্নয়নকে বিকশিত করার লক্ষে। তিনি সন্ত্রাস, মিথ্যাচার, অপপ্রাচার, ইতিহাস বিকৃতি ও জানমালের ক্ষতি সাধনকারী রাজনৈতিক দলগুলোকে জনকল্যাণমুখী রাজনীতির মূল স্রোতধারায় ফিরে আসার আহ্বান জানান।
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়