কানাইঘাট নিউজ ডেস্ক:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে সিলেটের প্রসিদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ। প্রতি বছরের ন্যায় এবারো দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। শনিবার কানাইঘাট উপজেলার ৫ নং বড় চতুল ইউনিয়নের রায়পুর গ্রামে 'রেনেসাঁ ঈদ উৎসব-২০১৭' অনুষ্ঠিত হয়। এসময় রায়পুর ও মালিগ্রামের প্রায় ১৭০ জন শিশু,মহিলা ও পুরুষদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনসার উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া রেনেসাঁ ঈদ উৎসব-২০১৭ এর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলার প্রাণি-সম্পদ কর্মকর্তা হাবিব আহমেদ। রেনেসাঁ-র সভাপতি মিছবা উল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর পারভেজের সঞ্চালনায় ঈদ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বড় চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামিদুল হক এবং ৫ নং ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ। রেনেসাঁ ঈদ উৎসবে ঈদ বস্ত্র পাওয়া শিশুরা জানায়, নতুন কাপড় পেয়ে তারা অনেক খুশি। রায়পুর গ্রামের আব্দুল ওয়াদুদ রেনেসাঁ-র ঈদ উৎসব প্রসংঙ্গে বলেন, এটি একটি
ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এ ধরনের আয়োজন ঈদের আনন্দকে আরো কয়েকগুন বাড়িয়ে দেয়। ঈদ উৎসবে রেনেসাঁ-র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, শামিম আহমদ,নাসিম আহমদ, শাহজাহান রোমান, আশরাফ আহমদ, ইউসুফ সামিয়ান চৌধুরী, সাইফুর রহমান তাহের,মোসাদ্দেক হোসেন সাইফুর রহমান, রেজওয়ান আহমেদ, আব্দুল্লাহ আল মিজান, আব্দুর রহমান তামিম, আব্দুল্লাহ আল মামুন পাভেল, এহসান এলাহী রুহিন, নয়ন আহমেদ প্রমূখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়