নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামীলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কানাইঘাট ৫নং বড়চতুল ইউপির ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিকের উদ্যোগে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও এক ইফতার মাহফিল ও আলোচনা সভা গতকাল শুক্রবার বিকেল ৪টায় চতুল বাজারস্থ ফয়েজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। আব্দুল খালিকের সভাপতিত্বে ও আ’লীগ নেতা ছয়ফুল ইসলামের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৫নং বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন চতুলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য আব্দুর রশিদ মেম্বার, বড়চতুল ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম জামিল। উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা ইউপি সদস্য আলা উদ্দিন, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হক, আ’লীগ নেতা আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা ওলিউর রহমান, আলাউর রহমান, আব্দুল মালিক, এবাদুল ইসলাম এবাই, যুবলীগ নেতা দুলাল আহমদ, নাজিম উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা আশিক উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা আদিল, জাকির, তুহিন, মারুফ, দুলাল, ইমন, ইউনূস, পারুল, রাহেল, অষক, দেলোয়ার, রিপন সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে শরীক হন। সভায় বড়চতুল ইউপি আ’লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম আরো জোরদার এবং সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়