কানাইঘাট নিউজ ডেস্ক: অনেকদিন ধরেই সালমান ভক্তদের মনে একটি প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে। সেটি হলো, সালমান খান বিয়ে করবেন কবে?
তবে সালমান কিন্তু বললেন, তিনি বিয়ের চেয়ে সন্তান পালনেই বেশি আগ্রহ তার।
এদিকে ৫১ বছর বয়সি সালমান বিয়ে নিয়ে গড়িমসি করলেও তার সহ-অভিনেতা আমির খান সালমানের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন।
সম্প্রতি এক সাক্ষাতকারে আমির বলেন, তিনি অভিনেতা বন্ধুকে বিয়ে করানোর ব্যাপারে যেভাবেই হোক রাজি করাবেন।
তবে সালমান যদি একান্তই বিয়ে না করেন তাহলে তিনি তার হাত-পা বেঁধে বিয়ে দিবেন।
তবে সালমানও এ বিষয়ে চুপ করে নেই। এর জবাবে সালমান বলেছেন, তিনি যদি দেখেন আমির তৃতীয়বার বিয়ে করছেন তাহলে তিনি তার হাত-পা বেঁধে রেখে দেবেন।
বন্ধুকে কিছুতেই তৃতীয় বিয়ে করতে দিবেন না তিনি।
আমির প্রথমে বিয়ে করেছিলেন রীনা দত্ত নামের একজনকে। তারপর ২০০৫ সালে আবার বিয়ে করেন কিরণ রাওকে।
তবে সালমান কিন্তু বললেন, তিনি বিয়ের চেয়ে সন্তান পালনেই বেশি আগ্রহ তার।
এদিকে ৫১ বছর বয়সি সালমান বিয়ে নিয়ে গড়িমসি করলেও তার সহ-অভিনেতা আমির খান সালমানের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন।
সম্প্রতি এক সাক্ষাতকারে আমির বলেন, তিনি অভিনেতা বন্ধুকে বিয়ে করানোর ব্যাপারে যেভাবেই হোক রাজি করাবেন।
তবে সালমান যদি একান্তই বিয়ে না করেন তাহলে তিনি তার হাত-পা বেঁধে বিয়ে দিবেন।
তবে সালমানও এ বিষয়ে চুপ করে নেই। এর জবাবে সালমান বলেছেন, তিনি যদি দেখেন আমির তৃতীয়বার বিয়ে করছেন তাহলে তিনি তার হাত-পা বেঁধে রেখে দেবেন।
বন্ধুকে কিছুতেই তৃতীয় বিয়ে করতে দিবেন না তিনি।
আমির প্রথমে বিয়ে করেছিলেন রীনা দত্ত নামের একজনকে। তারপর ২০০৫ সালে আবার বিয়ে করেন কিরণ রাওকে।
সূত্র: বিডি লাইভ।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়