নিজস্ব প্রতিবেদক:
জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কানাইঘাট-জকিগঞ্জ জাতীয়পার্টির প্রধান সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ বলেছেন জাতীয়পার্টি ছাড়া এদেশে আওয়ামীলীগ ও বিএনপি কেউ ক্ষমতায় যেতে পারবেন না। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সারাদেশে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন। আগামী সংসদ নির্বাচনে সিলেট-৫ সহ সিলেটের অন্যান্য আসনে জাতীয়পার্টি মনোনীত প্রার্থীরা যাতে জয়লাভ করতে পারেন, এজন্য তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। খালেদ সাইফুল্লাহ গত শনিবার ২৮ রমজান বিকেল ৪টায় স্থানীয় চতুল বাজারে কানাইঘাট ৫নং বড়চতুল ইউপি জাতীয়পার্টির এক কর্মী সমাবেশ পরবর্তী ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বড়চতুল ইউপি জাপার সভাপতি হারুন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আম্বিয়ার পরিচালনায় উক্ত কর্মী সমাবেশ ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত, সদস্য সচিব শামীম উদ্দিন, জাপা নেতা মোঃ সিরাজী। বক্তব্য রাখেন জলাল আহমদ, জয়নাল উদ্দিন, সিরাজুল হক, রশিদ আহমদ, হারুন রশিদ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়