Friday, June 30

কানাইঘাটে হবিবুর রহমান হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে প্রকাশ্যে দিবালোকে রাস্তায় হবিবুর রহমান নামের এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকার সর্বস্থরের মানুষ। এই ন্যাক্কারজনক হত্যা কান্ডের প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির দক্ষিণ লক্ষীপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এলাকাবাসীর উদ্যোগে শত শত মানুষের উপস্থিতিতে চিহ্নিত খুনিদের
ফাসিঁর দাবীতে ঘন্টাব্যাপী বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আমির আলীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বী ফারুক আহমদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, মনজুর হোসেন, মাষ্টার নুরুল হোসেন, মুরব্বী আব্দুল হক, কামাল আহমদ, মাষ্টার আম্বিয়া, অবঃ পুলিশ কর্মকর্তা তমিজ উদ্দিন, কবির হোসেন, নুর মোহাম্মদ, আব্দুস ছালাম, সিদ্দেক হোসেন, সাবেক ইউপি সদস্য আজিজুল হক প্রমূখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়