Thursday, June 15

'দক্ষ পথচলাতে আগাম পরিকল্পনার বিকল্প নেই'

'দক্ষ পথচলাতে আগাম পরিকল্পনার বিকল্প নেই'
কানাইঘাট নিউজ ডেস্ক: জীবনের পথচলায় যেমন পরিকল্পনার প্রয়োজন তেমনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দক্ষ পথচলাতেও আগাম পরিকল্পনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।

সচিব মরতুজা আহমদ অধীস্থ ১৩টি অধিদপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে এ চুক্তি করেন।

তিনি বলেন, ‘রূপকল্প-২০২১, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মন্ত্রণালয়ের নীতি ও কৌশলপত্র এবং সরকারের নির্বাচনী ইশতেহার ও ঘোষিত কর্মসূচির আলোকে মন্ত্রণালয়ের অধীনস্থ ১৩টি অধিদপ্তর ও সংস্থার সঙ্গে চুক্তিসমূহ প্রণয়ন করা হয়েছে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়