Thursday, June 22

৮ জিবি র‌্যাম নিয়ে আসছে নোকিয়া ৯!

৮ জিবি র‌্যাম নিয়ে আসছে নোকিয়া ৯!

কানাইঘাট নিউজ ডেস্ক: নোকিয়া ৯ স্মার্টফোনটি ৬ জিবি এবং ৮ জিবি র‌্যামে বাজারে আসবে বলে বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে ওবশ্য ফোনটি ৪ জিবি র‌্যামেও বাজারে আসবে বলে শোনা গিয়েছিল।

নোকিয়া স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনে (এফসিসি) এক চিঠিতে ফোনটির সকল তথ্য উল্লেখ করেছে বলে জানিয়েছে নোকিয়ামোব ওয়েবসাইট।

সংবাদমাধ্যম নোকিয়া পাওয়ার ইউজার সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, টিএ-১০১২ কোডের নোকিয়া ৯ স্মার্টফোন বেঞ্চমার্কিং ওয়েবসাইটে গিকবেঞ্চে দেখা গেছে। সেখানে ফোনটিতে ৬ জিবি র‌্যাম দেখা গেছে। তা ছাড়া গিকবেঞ্চে ৮ জিবি র‌্যামেও ফোনটিকে দেখা গেছে বলে দাবি করেছে ঐ ওয়েবসাইট।

অনলাইনে ছড়ানো গুজব অনুযায়ী ফোনটিতে ডুয়াল-সিম, ৫.৩-ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, ৬জিবি/৮জিবি র‌্যাম, ৬৪জিবি/১২৮জিবি ইনবিল্ট স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং আইপি৬৮ পানি/ধূলা নিরোধক প্রযুক্তি থাকবে। ডিসপ্লের নিচে এমবেডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ ফোনটিতে হোম বাটন থাকবে বলেও গুজব উঠেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়